চুয়াডাঙ্গার ফুলবাড়িতে টিনের চালে পানি পড়াকে কেন্দ্র করে মারামারি ॥ আহত ৩

ডিঙ্গেদহ প্রতিনিধি: ঘরের ছাদের পানি টিনের চালের ওপর পড়াকে কেন্দ্র করে দু ভাইয়ের মধ্যে মারামরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় আহত তিনজন হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদরের ফুলবাড়ি গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার বৃষ্টিপাতের ফলে ফুলবাড়ি গ্রামের মৃত মহতাব জমাদারের ছেলে আবু বাক্কার ঘরের ছাদে পানি জমলে শত্রুতামূলকভাবে পাইপ দিয়ে সেই পানি বাক্কার বড়ভাই জহির উদ্দিনের ঘরের টিনের চালের ওপর দিতে থাকে। সেই পানি টিনের ফাক দিয়ে ঘরের মধ্যে গেলে বাক্কাকে পাইপ দিয়ে পানি ফেলতে নিষেধ করে জহিরের স্ত্রী মালেকা খাতুন। এ সময় বাক্কার স্ত্রী নারগিস, জহিরের স্ত্রী মালেকা খাতুন এবং জহিরের মেয়ে সুরজিনা খাতুন ঝগড়াই জড়িয়ে পড়ে। এ সময় মহাতাবের ছেলে বাক্কা লাঠি দিয়ে জহিরের সমস্ত শরিরে লাঠি দিয়ে বেদম পেটাতে থাকে এবং বাক্কার ছেলে আরিফ ও তারিক লাঠি দিয়ে মালেকার মাথায় আঘাত করে এবং মুখে কিলঘুষি মারতে থাকে। এরপর সুরজিনার বাম হাতে লাঠি দিয়ে আঘাত করলে বাম হাতের হাড় ভেঙে যায় ও বাক্কার স্ত্রীর মাথা কেটে যায়। এ সময় সুরজিনার স্বামী ডালিম এবং প্রতিবেশী বখতিয়ার সুরজিনা ও মালেকাকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করতে গেলে বাক্কার ছেলে আরিফ দুজনকে মারার জন্য খুঁজতে থাকে। অবস্থা বেগতিক দেখে ডালিম হাসপাতাল থেকে পালিয়ে চলে আসে। সুরজিনা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আসে। অপরদিকে বাক্কার স্ত্রী নারগিছকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।