চুয়াডাঙ্গার প্রধান রেলগেটের আন্ডারপাস সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার অর্থায়নে চুয়াডাঙ্গার প্রধান রেলগেটের আন্ডারপাস সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল বিকেল ৪টার দিকে তিনি চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুকে সাথে নিয়ে বিভিন্ন স্থান ঘুরে দেখেন। চুয়াডাঙ্গা রেলগেটের যানজট নিরসনে রেলগেটের পাশে প্রধান সড়ক হয়ে জান্নাতাল বাকি জামে মসজিদ পর্যন্ত একটি সড়ক নির্মাণের পরিকল্পনা করেন। মোটরসাইকেল, বাইসাইকেল ও ইজিবাইক বিকল্প সড়ক দিয়ে রেলপাড়া হয়ে আলমডাঙ্গা ও রেলবাজারে সহজে যাতায়াতের জন্য সড়কটি উপযোগী করে তোলার পরিকল্পনাও করেন জেলা প্রশাসক ও পৌর মেয়র। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, রেলগেটের যানজট নিরসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এ সময় জেলা প্রশাসক ও পৌর মেয়র রেলগেটের পাশে একটি অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে নিজে হাতে সরানো কাজে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে, চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাউছার, সহকারী প্রকৌশলী (পানি) সাইদুর রশিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফিসহ আরও অনেকে।