চুয়াডাঙ্গার পানবাহী ট্রাক যমুনা সেতুর অদূরে ডাকাতির কবলে

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার পানবাহী ট্রাক ময়মনসিংহ থেকে ফেরার পথে যমুনা সেতুর অদূরে ছিনতাইকারীর কবলে পড়ে নগদ টাকা খুইয়েছে। রাত ৩টার দিকে যমুনা সেতু পার হয়ে বালু আনলোড করার সময় সিএনজি থেকে ৫/৬ জনের ছিনতাইকারী আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ছিনতাই করে।

জানা গেছে. গতপরশু শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ পানের হাটের পানের ঝুড়িবাহী একটি ট্রাক (চুয়াডাঙ্গা-হ-১১-০১৭৩) ময়মনসিংহ থেকে ছেড়ে আসে। যমুনা সেতু পার হয়ে ফাকা মাঠের মধ্যে বালু বোঝাই করে চুয়াডাঙ্গায় ফেরার পথে সিএনজি নিয়ে ট্রাকটিকে বেরিকেড দেয়। ট্রাক থামালে ৫/৬ জনের একদল ছিনতাইকারী তাদের থামিয়ে ট্রাকে থাকা মোট ১ লাখ ৩৭ হাজার টাকা ছিনতাই করে। ট্রাক ড্রাইভার ফারুক জানান, রাত ৩টার দিকে যমুনা সেতু পার হওয়ার পর সিএনজি নিয়ে ৫/৬ জনের একটি ছিনতাইকারী দল ট্রাকের সামনে বেরিকেড দিয়ে গাড়ি থামাতে বাধ্য করে। পিস্তল ও অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে থাকা নগদ ১ লাখ ৩৭ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ব্যপারে মুন্সিগঞ্জ পানহাটের পানব্যাপারী মিরাজুল, মজনু, মহন বাবু জানান, ট্রাকে আমাদের পান ব্যবসার টাকা নিয়ে আসার সময় ট্রাকটি ছিনতাইকারী কবলে পড়ে।