চুয়াডাঙ্গার পরিচিতমুখ বীর মুক্তিযোদ্ধা আলী শেখের ইন্তেকাল : আজ দাফন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বহুল পরিচিতমুখ মিষ্টভাষী সানোয়ার হোসেন ওরফে আলী শেখ আর বেঁচে নেই। পাথর ও আতর বিক্রির সুবাদে তাকে অনেকেই আলী মাস্তান নামেই চিনতেন। তিনি গতরাত ১০টা ১০ মিনিটে চুয়াডাঙ্গা কেদারগঞ্জ স্কুলপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না……..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

পরিবারের সদস্যদের পক্ষ তার ছোটভাই প্রাক্তন শিক্ষক আব্দুল শালেগ বলেছেন, সানোয়ার হোসেন ছিলেন বীর মুক্তিযোদ্ধা। আজ শনিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সুমিরদিয়া বনানীপাড়া কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে। মৃত্যুকালে সানোয়ার হোসেন ওরফে আলী শেখ ওরফে আলী মাস্তান স্ত্রী, তিন ছেলে তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখেগেছেন।

সানোয়ার হোসেন ওরফে আলী শেখ দীর্ঘদিন ধরে কাধে লাল ব্যাগ নিয়ে ঘুরতেন। সপ্তাখানেক আগে তিনি শ্বাসকষ্টজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিন আগে তাকে বাড়ি ফিরিয়ে নেয়া হয়। গতরাত ১০টা ১০ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।