চুয়াডাঙ্গার নেহালপুরে আকবর মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ খেলাধুলা শারীরিক ও মানসিক সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুরে আকবর আলী মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল শুক্রবার বিকেলে নেহালপুর স্কুলমাঠে অনুষ্ঠিত উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলা-ধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলা-ধুলা একদিকে যেমন মননশীলতার বিকাশ ঘটায়, খুঁজে বের করে লুকায়িত প্রতিভা, গড়ে তোলে সৃজনশীল ও সাহসী করে। খেলা-ধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। যারা নিয়মিত খেলাধুলা করে তার শরীর ও মন দুটোই ভালো থাকে। খেলাধুলার সাথে থাকলে কোনো খারাপ সঙ্গে জড়ানো যায় না নিজেকে। তাই বেশি বেশি করে এ ধরনের প্রতিযোগিতা মূলক টুর্নামেন্টের আয়োজনের কোনো বিকল্প নেই। মাদকসহ অপরাধমূলক কর্মকা- থেকে বিরত রাখার অন্যতম হাতিয়ার খেলাধুলা। সেক্ষেত্রে আয়োজকরা অবশ্যই প্রশাংসার দাবিদার বটে। বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক, ইউপি সচিব মাসুদ রানা, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান প্রমুখ। উদ্বোধনী খেলায় চুয়াডাঙ্গা ও হিজলগাড়ি রাজমহল একাদশ অংশগ্রহণ করে। খেলায় হিজলগাড়ি রাজমহল একাদশের কাছে ২-১ গোলে পরাজিত হয় চুয়াডাঙ্গা। খেলায় -২ গোল করে ম্যান অবদ্য ম্যাচ হয়েছেন রাজমহল দলের খেলোয়ার মামুন।