চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জে দফায় দফায় ভাড়াবাড়ানো নিয়ে দোকান মালিকদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ক্ষোভ : বাজার কমিটির বৈঠক

মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের নীলমণিগঞ্জ বাজারে দোকান মালিকরা দীর্ঘদিন ধরে তাদের ইচ্ছামতো দফায় দফায় দোকানভাড়া বাড়িয়ে যাচ্ছে। কোনো কারণ ছাড়া ইচ্ছেমতো দোকানভাড়া দফায় দফায় বাড়ানো কারণে ব্যবসায়ীরা এক হয়ে দোকান মালিকদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। ব্যবসায়ীদের অভিযোগ, কিছু লোভী দোকান মালিকরা তাদের ইচ্ছেমতো দোকানভাড়া বাড়ানোর কারণে বাজারের অন্যান্য দোকান মালিকরাও বাধ্য হয় ভাড়া বাড়াতে। বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ উত্তেজনা সৃষ্টি হলে গতকাল বুধাবার সকালে নীলমণিগঞ্জ বাজার কমিটির আয়োজনে বৈঠক বসে। বৈঠকে সিদ্ধান্ত হয়, বাজার অনুপাত অনুযায়ী দোকানভাড়া বাড়াতে হবে এবং এক বছর আগে তা জানাতে হবে। বৈঠকে দোকানভাড়া বৃদ্ধিসহ আরও কয়েকটি দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। বৈঠকে দোকান মালিকরা ব্যবসয়ীদের দাবি মেনে নিলে পরিস্থিতি শান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নীলমণিগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নান নান্নু, সেক্রেটারি মাসুদুর রহমানসহ বাজার কমিটির সদস্যবৃন্দ।