চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ পানের হাটে ছিট কাটা নিয়ে উত্তেজনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জের পানের হাটে গত সোমবার ব্যাপারীদের ছিট কাটা নিয়ে ব্যাপারী ও চাষির মধ্যে গণ্ডগোল হয়। হাটমালিকরা পান ব্যাপারীদের পক্ষ না নিলে উত্তেজনার সৃষ্টি হয়। পান ব্যাপারীদের সিদ্ধান্তে গতকাল বৃহস্পতিবারের পানের হাট মুন্সিগঞ্জ পশুহাটে বসানো হয়। এ নিয়ে ব্যাপারী ও হাটমালিকের সালিসে আপস হয়েছে।

জানা গেছে, গত সোমবার চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জ বাজারের পান ব্যাপারী রশিদ চাষিদের পান বিক্রির ১শ টাকায় ৪ টাকা সিট কাটে। এ নিয়ে এক পানচাষির সাথে মারামারি হয়। চাষি ও ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। হাটমালিকরা নীরব থাকে। হাটমালিকদের কাছে ব্যাবসায়ীরা বিচার চাইতে গেলে মোমিনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোয়ালমারী গ্রামের জাহাঙ্গীর পান ব্যাপারীদের সাথে খারাপ আচরণ করে। বাজারের ব্যাপারীরা একত্রিত হয়ে নীলমণিগঞ্জ বাজারে পান কিনবে না বলে সিদ্ধান্ত নেয়। গতকাল বৃহস্পতিবার নীলমণিগঞ্জ পান হাটের পরিবর্তে মুন্সিগঞ্জ পশুহাটে পান হাট বসানো হয়। গতকাল পান হাট শেষে হাটমালিক ও পান ব্যাপারীদের সাথে এক সালিস বৈঠকের আয়োজন করে। পান ব্যাপারীদের কাছে ক্ষমা প্রার্থনা করলে ঘটনাটি এখানে শেষ হয়। আগামীতে সোম ও বৃহস্পতিবার নীলমনিগঞ্জ বাজারে হাট বসবে বলে সালিসে সিদ্ধান্ত নেয়া হয়। অপরদিকে চাষি ও ব্যাপারীদের অনেকেই জানায় ১শ টাকায় ২ টাকা ছিট সেই কবে থেকে চলে আসছে। কিন্তু কোনো আলোচনা ছাড়া ৪ টাকা ছিট কাটা অন্যায়।