চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম দায়িত্বভার গ্রহণ করছেন আজ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দিন দায়িত্বভার হস্তান্তর করছেন আজ। তিনি নবাগত পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএমের নিকট দায়িত্বভার হস্তান্তর করবেন। নবাগত পুলিশ মাহবুবুর রহমানকে গত ১৯ সেপ্টেম্বর ঢাকা পুলিশের বিশেষ শাখা থেকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেয়া হয়। তিনি আজ চুয়াডাঙ্গায় পৌছুলে দায়িত্বভার লেনদেন হবে। নিজাম উদ্দিন চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহনের পরদিন তথা ৫ এপ্রিল থেকে গতকাল ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যাপক তৎপর ছিলেন। সূত্র বলেছে, দায়িত্ব পালনকালে চুয়াডাঙ্গা জেলায় ৪ হাজার ৩৬৭ বোতল ফেনসিডিল, ২ হাজার ২০৭ পিচ ইয়াবা, ৪২ কেজি গাঁজা, ৬৫৯ অ্যাম্পুল ঘুমের ইনজেকশন, ৪ কেজি ৫শ গ্রাম হেরোইনসহ চোলাই, বাংলা ও ভারতীয় মদও উদ্ধার করা হয়েছে। চোরাচালানী দ্রব্যের মধ্যে উদ্ধার করা হয়েছে ৪৮১ ভীর ৩ আনা সোনা ও ১ হাজার ২ বোতল ফেনসিডিল। ৪টি ওয়ান শুটারগান, ১টি দেশে তৈরি রিভাালবার, ১টি পুরতন ৬ বোরের রিভালবার, ১ রাউন্ড রিফারবারের গুলি, ৬টি ককটেল বোমা, ৭৭ গ্রাম গান পাওডারসহ বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদি এবং বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে দায়িত্বভারের ৫ মাসের মধ্যেই তিনি বদলির আদেশ পেয়ে পুলিশ হেডকোয়াটারে যোগদানের জন্য আগামী রোববার চুয়াডাঙ্গা ত্যাগ করতে পারেন।