চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে রাস্তার ওপর বাস-ট্রাক পার্কিং

 

রহমান রনজু: চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে প্রধান সড়কের ওপর ট্রাক ও বাস পার্কিং করে রাখা হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কারোরই যেন মাথাব্যথা নেই। প্রশাসনের লোকরা দেখেও না দেখার ভান করেন। অথচ এ কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তাছাড়া বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও করছে সচেতন মহল।

অনুসন্ধানে জানা গেছে, চুয়াডাঙ্গার শহরতলী দৌলাতদিয়াড়। চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের এই দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ড থেকে চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত দীর্ঘ লাইন দিয়ে সড়কের ওপরে ট্রাক ও বাস পার্কিং করে রাখা হয়। দিনরাত এভাবে যানবাহন পার্কিং করে রাখেন গাড়ির চালকরা। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও তা কারোরই চোখে পড়ে না। দেখা যায় প্রধান সড়কে গাড়ি পার্কিঙের কারণে মেহেরপুর-চুয়াডাঙ্গা যাতায়াতকারী যানবাহনগুলো চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়। তাছাড়া মোটরসাইকেল-সাইকেল, রিকশা থেকে শুরু করে ছোটখাটো যানগুলো আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয়। দিনের অধিকাংশ সময়জুড়েই থাকে এ দশা। রাস্তার ওপর গাড়ি পার্কিঙের কারণে যানজটসহ প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। রাস্তা থেকে গাড়ি পার্কিং উচ্ছেদ না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে সচেতন মহল। বিষয়টি খতিয়ে দেখে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে ভুক্তভোগীদের দাবি।