চুয়াডাঙ্গার দুটি আসনের সবকটি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে প্রকাশ : বিপুল ভোটে জয়ী নৌকা

সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও হাজি আলী আজগার টগর পুনর্নির্বাচিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দুটি আসনের সবকটি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে প্রকাশ করা হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ও চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজি আলী আজগার টগর বেসরকারিভাবে পুনর্নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ১৩৪ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাসদ মনোনীত আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সবেদ আলী মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ১০৮ ভোট। চুয়াডাঙ্গা-২ আসনে হাজি আলী আজগার টগর নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৩৮৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্সপার্টি মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম শেখ হাতুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৩০ ভোট।

দশম জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এক লাখ ৪৫ হাজার ১৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী জাসদের সবেদ আলী পেয়েছেন ২০ হাজার ১০৮ ভোট। দুজনের ভোটের ব্যবধান এক লাখ ২৫ হাজার ২৬। এ আসনে মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৮১ শতাংশ। চুয়াডাঙ্গা-২ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের আলী আজগার টগর এক লাখ ১৮ হাজার ৩৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্সপার্টির সিরাজুল ইসলাম শেখ পেয়েছেন ৮ হাজার ৩০ ভোট। দুজনের ভোটের ব্যবধান এক লাখ ১০ হাজার ৩৫৫ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ৩৫ দশমিক ৭৫ শতাংশ।

চুয়াডাঙ্গার ২টি আসনে ভোট শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়। বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা-১ আসনের চুয়াডাঙ্গা পৌর কলেজ কেন্দ্রের নিকট ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ায়। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও দুপুরের পর কেন্দ্রে জালভোট দেয়ার প্রবণতা বেড়ে যায়। চুয়াডাঙ্গা-১ আসনে জাসদ ইনু প্রাথী এম সবেদ আলীর নির্বাচনী এজেন্ট অ্যাড. আকসিজুল ইসলাম রতন ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করেন।

চুয়াডাঙ্গা-১ আসনে মোট ভোটার তিন লাখ ৯৬ হাজার ৯০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৬ হাজার ৮১০ ও নারী ভোটার রয়েছে দু লাখ ৯৩। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৬৬টি। চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার তিন লাখ ৬৭ হাজার ৭৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৩ হাজার ৬৪০ ও নারী ভোটার রয়েছে এক লাখ ৮৪ হাজার ১০২ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৫২টি। সকল কেন্দ্রের ফলাফল ক্রমন্বয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক তথা রির্টানিং অফিসার দেলোয়ার হোসেনর কন্ট্রোল রুমে আসে। রাতে তিনিই বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল প্রকাশ করেন।