চুয়াডাঙ্গার দুটিসহ শতভাগ পাস ৫ হাজার ৯৫ প্রতিষ্ঠান : একজনও পাশ করেনি ৪৭টিতে

 

স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমানের পরীক্ষায় চুয়াডাঙ্গার দুটিসহ দেশের ৫ হাজার ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল পরীক্ষার্থী পাস করেছেন। তবে ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অবশ্য এ তালিকায় চুয়াডাঙ্গার একটি বিদ্যালয়ও নেই।

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার জামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় ও জামজামি স্কুল অ্যান্ড কলেজের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিলো ২৯ জন আর অপরটিতে ছিলো ২৫ জন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বোর্ডে ৪শ ৭৮টি, রাজশাহী বোর্ডে ৯শ ৬৯টি, কুমিল্লা বোর্ডে ১শ ৭৬টি, যশোর বোর্ডে ১শ ৯৪টি, চট্টগ্রাম বোর্ডে ৪০টি, বরিশাল বোর্ডে ১শ ৪৬টি, সিলেট বোর্ডে ৩৬টি ও দিনাজপুর বোর্ডে ৩শ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। মাদ্রাসা বোর্ডের ২ হাজার ৫শ ২৩টি মাদ্রাসা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) ২শ ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এদিকে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮টি সাধারণ বোর্ডে ৯টি ও মাদ্রাসা বোর্ডের ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তবে কারিগরি শিক্ষা বোর্ডে শতভাগ ফেল করা কোনো প্রতিষ্ঠান নেই। ঢাকা শিক্ষা বোর্ডের ৪ হাজার ২শ ৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২টিতে কেউ পাস করেনি। যশোর বোর্ডের ২ হাজার ৪শ ৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২টি এবং দিনাজপুর বোর্ডের ২ হাজার ৫শ ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টিতে কেউ পাস করেনি। তবে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট শিক্ষা বোর্ডে শতভাগ ফেল কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৯ হাজার ১শ ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টিই পাস শূন্য। কারিগরি শিক্ষা বোর্ডের ২ হাজার ৯০টি প্রতিষ্ঠানের মধ্যে একটিও শতভাগ ফেল করা প্রতিষ্ঠান নেই।