চুয়াডাঙ্গার দামুড়হুদা জীবননগর ও আলমডাঙ্গায় যুবলীগের আনন্দ মিছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা : নতুন কমিটিকে অভিনন্দন

 

damurhuda pic. 19.09.15

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলা শহরে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। গতকাল শনিবার বিকেলে জীবননগর যুবলীগ আহ্বায়ক আব্দুস সালাম ঈশার নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। দামুড়হুদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করে উপজেলা যুবলীগ। আলমডাঙ্গায় নবগঠিত জেলা যুবলীগের আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গতকাল। আনন্দ মিছিল থেকে যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানানো হয়।

jIBANNAGAR JUBO LIG PIC.

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা যুবলীগের উদ্যোগে কর্মীসভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা যুবলীগের আহ্বায়ক আ. সালাম ঈশার নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। কেন্দ্র কর্তৃক জীবননগর উপজেলা যুবলীগসহ জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদেন দেয়ায় গতকাল বিকেলে জীবননগর শহরে আনন্দ মিছিল করা হয়। মিছিল শেষে বাসস্ট্যান্ড চত্বরে কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক আ. সালাম ঈশার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান, যুবলীগ নেতা মজিবর রহমান, শাহ আলম ছোট বাবু, খায়রুল বাশার শিপলু, সালাহ উদ্দিন কবীর, শামীম সরোয়ার, ফারক হোসেন, ইমরান, আব্দুল কাদের, মিল্টন, সাইদুর রহমান, সেকেন্দার আলী, তরিকুল ইসলাম, আলম, শরিফুল ইসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা, নাজমুল আলম মানিক, হাসান, আব্দুর রহমান, আকাশ, বিপ্লব, সাইফুল ও রিমন প্রমুখ। কর্মীসভায় যুবলীগের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান অমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ স্থানীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে অভিনন্দন জানানো হয়।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নুতন আহ্বায়ক কমিটি উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে দামুড়হুদা উপজেলা যুবলীগ। গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা উপজেলা যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আব্দুল হান্নান ছোট, যুবলীগ নেতা সেলিম উদ্দিন বগা, হযরত আলী, শেখ আসলাম আলী তোতা, সোলায়মান কবির, ইকবাল হোসেন, আয়ুব আলী স্বপন, কামরুল ইসলাম, হায়দার আলী, হবা জোয়ার্দ্দার, ওহিদুল ইসলাম, আব্দুস সালাম, রানা, হাফিজ, রহমান, আবু সামা, মমিনুল ইসলাম মনির, জিল্লুর রহমান খোকন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপিত আরিফ মল্লিক, সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, যুবলীগ নেতা রানা, ইনতাজ, আশাদুল, মাহাবুর, সাইফুল, শাহিন, ফজু, জামির, নাহিদ, জমাত, আরিফুল, আতিয়ার, খালেক, সুমন, রাজিব, জালাল, আলমগীর, হাকিম, মুন্নাফ প্রমুখ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় নবগঠিত জেলা যুবলীগের আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে আনন্দ মিছিলটি আলমডাঙ্গা পশুহাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডের স্মৃতিস্তম্ভের কাছে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নবগঠিত জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্যদেরকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এ সময় আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের নেতারা নবগঠিত জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিকে এবং কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাদিকুর রহমান পলাশ, তরিকুল ইসলাম টুকুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাবেক কমিশনার শাহিন রেজা শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাসকররা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল, সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাত প্রমুখ। সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি আলম হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ সালেহীন উৎপলের পরিচালনায় উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রতন, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের সম্পাদক জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহসভাপতি রবিউল ইসলাম, তহিদুল, ডাউকি ইউনিয়ন যুবলীগের সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক টুটুল, সহসভাপতি সিদ্দিক, কুমারী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি বাপ্পি, পৌর যুবলীগের ওয়ার্ড সভাপতি ও সম্পাদকের মধ্যে তুহিন মোল্লা, লক্ষন, মাসুদ, বাড়াদী ইউনিয়নের তপু মেম্বার, যুবলীগ নেতা শাহিন, মারফুল, খালেক, শরিফুল ইসলাম, সিদ্দিক, রানা আহমেদ, জিনারুল, আরিফুল, রহমত, সাজু, শাহাবদ্দিন, সাইদুল, মিন্টু, রনি, বিপু, চপল, বিএম নাহিদ, জিয়া, মাহাবুব, ইস্রাফিল, টাইগার, ডাবলু, মোস্তাক, মামুন, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক জাইদুল, সহসভাপতি আসাদুজ্জামান লাল্টু, কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেন পিন্টু, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী চন্দন, সহসভাপতি শাহাবদ্দিন, অর্থসম্পাদক মুন্না, প্রচার সম্পাক তসবির, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রনি, সুমন, সাহাবদ্দিন, আশরাফুল, ওসমান, রাজীব, সজীব, মেহেদী, রনি, রেজা, রকি, হারুন, শাহীন, টিটন, পৌর ছাত্রলীগ নেতা রোমিও, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মশিউর রহমান, নাজিম উদ্দিন প্রমুখ।