চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে ১৬ জন প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ১৬ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা  গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে সাংবাদিকদেরকে এ তথ্য জানান।

বাছাই শেষে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে যে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জামায়াত সমর্থিত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি হাউলী ইউপি চেয়ারম্যান মাও. আজিজুর রহমান এবং বিএনপি থেকে দামুড়হদা উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ, জেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা বিএনপির একাংশের সভাপতি খাজা আবুল হাসনাত, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রব, জেলা যুবদল নেতা খালিদ মাহমুদ মিল্টন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এজাজুল হক মেরাজ।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দামুড়হুদা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জামায়াত সমর্থিত প্রার্থী দর্শনা পৌর জামায়াতের আমির আব্দুল কাদের, বিএনপি নেতা রবিউল হোসেন সুকলাল, যুবদল নেতা হাবিবুর রহমান বুলেট, আবুল হাশেম এবং  মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রওশন আকবর লাইলী ও বিএনপি সমর্থিত প্রার্থী ছালমা জাহান পারুল মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার এবং ১৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।