চুয়াডাঙ্গার ঠাকুরপুরে ইছালে ছওয়াব অনুষ্ঠানে মারামারি : দুজন আহত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ঠাকুরপুরে বার্ষিক ইছালে ছওয়াবের অনুষ্ঠানে মারামারির ঘটনা ঘটেছে। দু পক্ষের মারামারিতে হাজরাহাটি ও বোয়ালমারী গ্রামের দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতরাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইছালে ছওয়াব অনুষ্ঠানে এক যুবতীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুজনকে মারধর করা হয়েছে ইছালে ছওয়াব অনুষ্ঠানে থাকা কয়েকজন জানিয়েছেন।

সূত্র জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী ও হাজরাহাটির বেশ কয়েকজন যুবক আলমসাধু ভাড়া করে গতরাতে ঠাকুরপুর গ্রামের ইছালে ছওয়াব অনুষ্ঠানে যোগ দেয়। এ সময় এক যুবতীকে উত্ত্যক্ত করে। এ ঘটনার জের ধরে বোয়ালমারী গ্রামের বাবলুর ছেলে পিয়াস (১৪) ও হাজরাহাটি গ্রামের বাবুর ছেলে সাকিবকে (১৮) মারধর করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।