চুয়াডাঙ্গার জয়ের ঢাকায় অস্বাভাবিক মৃত্যু

 

ষ্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের ইবনে আল ফায়েদ জয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত সোমবার রাত ১০টার দিকে ঢাকাস্থ তার বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ঢাকা দক্ষিণখান থানা পুলিশ।

চুয়াডাঙ্গা দৌলতদিয়ার ফায়ার সার্ভিসপাড়ার মাসুদ আরিফ মানুর ছেলে ইবনে আল ফায়েদ জয় ওরফে প্রত্যাশা (২০) ঢাকায় পড়াশোনা করে। তার পিতা জানান, আমরাসহ পরিবার ঢাকা উত্তরা দক্ষিণখান এলাকায় ভাড়ায় বসবাস করি। গত সোমবার অফিস শেষে রাত ৮টায় বাসায় এসে প্রত্যাশাকে ডাকলে কোনো সাড়া শব্দ না পাওয়ায় পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা  হয়। রাত ৯টার দিকে ইবনে আল ফায়েদ জয়ের লাশ চুয়াডাঙ্গায় আনা হয়। রাতেই পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। ইবনে আল ফায়েদ জয় চুয়াডাঙ্গা ভি.জে স্কুল থেকে এসএসসি এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তো।