চুয়াডাঙ্গার জীবননগরে হতে যাচ্ছে সীমান্ত হাট

বিজিবি ও বিএসএফর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক ও পরিদর্শন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জীবননগরের মেদেনীপুর ও চ্যাংখালী সীমান্তে সীমান্ত হাট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল দু দেশের সীমান্ত রক্ষীদের ব্যাটারিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পাশাপাশি হাট স্থাপনের স্থান পরিদর্শন করা হয়। বাংলাদেশ বিজিবির পক্ষে নেতৃত্বে দেন চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এসএম কামরুজ্জামান ও ভারতের বিএসএফ’র পক্ষে নেতৃত্বে ছিলেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড সুরেশ কুমার।

বিজিবিসূত্রে জানা গেছে,সোমবার সকাল ১০টা ৫ মিনিট থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত স্থায়ী বেঠকে সীমান্ত হাট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মেদেনীপুর চ্যাংখালী নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় বর্ডার হাট স্থাপনের স্থান নির্বাচনের জন্য যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শনে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান,বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড সুরেশ কুমার। ওই পরিদর্শনে মেন পিলার ৬৩/৫৬-টি থেকে ৬৩/৫৭-টি সংলগ্ন ৭৫টি ৭৫ মিটার আয়তনের (যার অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ভারত) বর্ডার হাট স্থাপনের স্থান নির্বাচনের জন্য উভয় কমান্ডার একমত পোষন করেন। পরিশেষে শান্তিপূর্ণ ভাবে বর্নিত পরিদর্শন কার্যক্রম শেষ হয়।