চুয়াডাঙ্গার গড়াইটুপিতে পারিবারিক কলহের জের ধরে মারামারি ॥ আহত ২

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি গ্রামের মেলামাঠ পাড়ায় পারিবারিক কলহের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের লাঠির আঘাতে দুজন গুরুতর জখম হয়েছে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় হামলাকারী চারজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি মেলামাঠ পাড়ার আলী হোসেনর পরিবারের সাথে সুলতানের পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলী হোসেনের ছেলে আলা উদ্দীন, আ. করিম, শাহাবুদ্দিন ও হারেজ আলীর ছেলে ফারুক হোসেন লাঠিসোঁটা নিয়ে সুলতান আহম্মেদের বাড়িতে হামলা চালায়। প্রতিপক্ষের লাঠি ও রডের আঘাতে সুলতানের ছেলে সামসুল (৪৫) ও হান্নানের স্ত্রী শাহিনুর বেগম (৩০) জখম হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। খবর পেয়ে তিতুদহ ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী আলাউদ্দীন, আ. করিম, শাহাবুদ্দিন ও ফারুক হোসেনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই লিটন গাজী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।