চুয়াডাঙ্গার খাড়াগোদা ও গড়াইটুপিতে ডিবি পুলিশের পরিচয় : দু বাড়িতে দিনদুপুরে ডাকাতি

বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা তিতুদহের খাড়াগোদা ও গড়াইটুপি গ্রামে ডিবি পুলিশের পরিচয় দিয়ে দিনের বেলায় দুটি বাড়িতে অভিনব কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। গত পরশু বুধবার বিকেল ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডাকাতির শিকার গড়াইটুপি গ্রামের রহমত আলীর ছেলে ইয়াকুব আলী ওরফে দয়াল জানান, বুধবার বিকেল ৪টার দিকে তিনজন অপরিচিত লোক বাড়িতে ঢোকে। তারা নিজেদেরকে ডিবি পুলিশের পরিচয় দেয়। বাড়িতে অবৈধ মালামাল আছে বলে ঘরে ঢুকে তল্লাশি চালায়। ইয়াকুব আলীর বাড়ি থেকে ১২ হাজার টাকা ও একটি মোবাইলফোন নিয়ে যায়। এছাড়াও গত সপ্তায় একই পরিচয়ে খাড়াগোদা গ্রামে জনো চৌকিদারের বাড়িতে ঢুকে ১০ হাজার টাকা ও কয়েকটি মোবাইলফোন নিয়ে যায়। এ বিষয়ে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এএসআই আশরাফের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ডিবি পুলিশ ওই এলাকায় যায়নি। আমরা হরতালের দায়িত্ব পালন করছিলাম। এ ডাকাতি ঘটনা সম্পর্কে আমাদের কিছু জানা নেই।’ এ ডাকাতি ঘটনায় এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।