চুয়াডাঙ্গার কেদারগঞ্জে উঠতি বয়সীদের চাঁদাবাজি?

থ্রিহুইলার চালককে পিটিয়ে কুপিয়ে জখম করেছে একদল যুবক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কেদারগঞ্জ এলাকার উঠতি বয়ষী একদল যুবক থ্রি-হুইলার চালকদের নিকট থেকে বেশ কিছুদিন ধরে টাকা দাবি করে আসছে। চাঁদার টাকা না দিলে হুমকি ধামকির এক পর্যায়ে গতকাল আব্দুস সালাম নামের একজনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।
আব্দুস সালাম দামুড়হুদার দর্শনা হল্টচাঁদপুরের কফেজ উদ্দীনের ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুস সালাম ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিযোগ তুলে বলেছে, বেশ কিছুদিন ধরে কেদারগঞ্জ সিঅ্যান্ডবিপাড়ার বিট্টুসহ কয়েকজন সড়কে দাঁড়িয়ে থ্রি-হুইলার দেখলেই থামিয়ে টাকা দাবি করে। রোববার বিকেলে ভাড়া নিয়ে চুয়াডাঙ্গায় আসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দেখে নেয়ার হুমকি দেয়। এরপর চুয়াডাঙ্গা থেকে যখন দর্শনার উদ্দেশে যাত্রী নিয়ে রওনা হই, তখন ফকিরপাড়া মোড়ে ওরা ওৎ পেতে থেকে থ্রি-হুইলারের গতিরোধ করে। মেরে কুপিয়ে রক্তাক্ত জখম করে সরে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় হাসাপতালে এসে ভর্তি হয়েছি। ওরা আবারও আমার ওপর হামলা চালাতে পারে। হুমকি দিয়ে রেখেছে।