চুয়াডাঙ্গার কুন্দিপুরে শক্তিশালী দুটি বোমা বিস্ফোরণ : ১০ দিনেও হয়নি কুলকিনারা : উঠেছে গুঞ্জন

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার কুন্দিপুর গ্রামে বিএনপি নেতাকে লক্ষ্য করে শক্তিশালী বোমা নিক্ষেপের ঘটনার ১০ দিন পেরিয়ে গেলো। আজো হয়নি কোনো কূলকিনারা। গ্রেফতার হয়নি বোমাবাজদের কেউ। বোমা বিস্ফোরণের ঘটনার নেপথ্যে ছিলো জুয়ার টাকা?

জানা গেছে, গত ১০ নভেম্বর রোববার রাত ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের দোয়াবক্স মল্লিকের ছেলে বেগমপুর ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের বাড়িতে অজ্ঞাত বোমাবাজরা হামলা চালায়। এ সময় ইসমাইলের বাড়িতে পরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় বোমাবাজরা। বোমার বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে কেন কী কারণে ইসামাইলের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ নিয়ে যেমন উঠেছে প্রশ্ন, তেমনি গুঞ্জন উঠেছে, ইসমাইল ওই রাতে একটি জুয়ার আসর থেকে প্রায় ১ লাখ টাকা জিতে বাড়ি ফিরছিলেন। এ সময় বোমাবাজরা তার পিছু নেয়। বাড়ির সামনে থেকে তাকে ধাওয়া করে বোমা ছুড়লেও সে অল্পের জন্য প্রাণে রক্ষা পান। সচেতনমহল অভিমত ব্যক্ত করে বলেছে, জুয়ারিরা লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় সাধারণ মানুষ অল্পের জন্য রক্ষা পেলো। এ ঘটনায় ইসমাইল হোসেন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।