চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্ন্তজাতিক কবি সম্মেলন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কার্পাসডাঙ্গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্ন্তজাতিক কবি সম্মেলন। এ সম্মেলনের আমন্ত্রণ নিয়ে আয়োজক কমিটির নেতৃবৃন্দ গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যন্যা অতিথিদের সাথে দেখা করেন।
আগামী ৭ নভেম্বর কার্পাসডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য আর্ন্তজাতিক কবি সম্মেলনে ভারত থেকেও বেশকিছু কবি সাহিত্যিক উপস্থিত হবেন। দিনব্যাপী আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। প্রধান উদ্বোধক হিসেবে উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেরা প্রশাসক নজরুল ইসলাম সরকার, প্রধান আলোচক থাকবেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি থাকবেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি, দামুড়গুদা থানার ওসি ও কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান। সভাপতিত্ব করবেন কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতি রবিউল হোসেন সুকলাল। সম্মেলনে অতিথিদের সম্মাননাও প্রদান করা হবে। সাহিত্য সংসদের প্রধান সম্পাদক বনি ইয়ামিন ও সম্পাদক কবি শরীফ সাথীসহ সংগঠনের সকলেই থাকবেন সার্বিক তত্ত্বাবধানে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজাড়িত কার্পাসডাঙ্গায় আয়োজিত আর্ন্তজাতিক কবি সম্মেলনে জেলার সকল লেখক, সাহিত্যিককে উপস্থিত থেকে এবং স্বরচিত লেখা উপস্থাপনের মাধ্যমে আয়োজনকে সফল করার আহ্বান জানানো হয়েছে।