চুয়াডাঙ্গার কলোনিতে দু পক্ষের মধ্যে আবারও টানটান উত্তেজনা : ধারালো অস্ত্রের কোপে জখম-১

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফার্মপাড়া কলোনিতে দু পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যার পর টানটান উত্তেজনার মাঝে কয়েকটি বোমা বিস্ফোরণেরও শব্দ পাওয়া গেছে। তবে বোমায় হতাহত না হলেও এক পক্ষের ধারালো অস্ত্রের কোপে শাহার আলী নামের একজন গুরুতর জখম হয়েছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, চুয়াডাঙ্গা বিএডিসি খামারের লেবার সর্দ্দারি নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলে আসছে। গতকাল সোমবার সন্ধ্যার পর সম্প্রতি সর্দ্দার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কিছু লোকজন মারমুখি হয়ে ওঠে। ঘুরে দাঁড়ায় অপর সর্দ্দার মোমিনের লোকজন। এ সময় কলোনির নারী-পুরুষ রাস্তায় নেমে আসে। খবর পেয়ে কয়েক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি বেসামাল দেখে পিছু হটে। এরই এক পর্যায়ে আব্দুল ওহাবের ছেলে শাহার আলীকে (৩৫) কুপিয়ে জখম করা হয়। সে লেবার সর্দ্দার মোমিনের ভাই। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ পৌঁছুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দে উত্তেজনা নতুন করে উসকে দেয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন শাহার আলী বলেছেন, রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। দেখি লোকমান সর্দ্দারের লোকজনের মধ্যে সিরাজসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ছুটছে। বাধা দিতেই সিরাজ আমাকে কুপিয়ে জখম করে।