চুয়াডাঙ্গার কলেজছাত্রীর ঢাকা নবীনগরে আত্মহত্যা

ফুঁসলিয়ে বিয়ের ঘটনায় তছনছ হয়ে যায় হাবিবার জীবন
গাইদঘাট প্রতিনিধি: চুয়াডাঙ্গার গাইদঘাট গ্রামের কলেজছাত্রী হাবিবা আত্মহত্যা করেছেন। ঢাকার নবীনগর এলাকায় তার বড় বোনের বাড়িতে গলায় ফাঁস দিয়ে গতকাল শুক্রবার সকালে তিনি আত্মহত্যা করেন। আজ শনিবার তার লাশ গাইদঘাট গ্রামে এলে দাফন করা হবে। কী কারণে হাবিবা আত্মহত্যা করেছে তা না জানা গেলেও একই গ্রামের শাহিনের সাথে বিয়ে এবং তালাকের ঘটনায় দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন হাবিবা।
এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট স্টেশনপাড়ার ইকাত আলীর মেয়ে আফরিন জাহান হাবিবা চুয়াডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি ক্লাসের ছাত্রী। মাস তিনেক আগে একই গ্রামের শাহাবুদ্দিন মিনুর ছেলে চাল ব্যবসায়ী এক সন্তানের জনক শাহীন আকতার তার তিন বন্ধুর সহযোগিতায় ফুঁসলিয়ে নিয়ে যায়। অনেক খোঁজাখুুঁজির পর হাবিবার সন্ধান পাওয়া যায়। পরে জানা গেছে, এক সন্তানের জনক শাহীন আকতার সুখের স্বপ্ন দেখিয়ে হাবিবাকে বিয়ে করে। কিন্তু বিয়ের ক’দিন পরেই সব জেনেবুঝে হাবিবা তালাক দেন শাহীনকে। হাবিবার জীবনটা এলোমেলো করে দেয় শাহীন। এ ঘটনায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে হাবিবা। আড়াই মাস আগে হাবিবা তার বড় বোন সাদিয়ার বাসা ঢাকা নবীনগরে চলে যান। সেখানেই ছিলেন তিনি।
পারিবারিকসূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে বাসায় কেউ ছিলো না। এসময় নিজের গলার ওড়না সিলিংফ্যানে পেঁচিয়ে হাবিবা আত্মহত্যা করেন হাবিবা। বেলা ১১টার দিকে আশুলিয়া থানা পুলিশ হাবিবার লাশ উদ্ধার করে। গতরাতে সোহরাওয়ার্দী হাসপাতালে লাশ রাখা ছিলো। আজ শনিবার সকালে তার লাশের ময়নাতদন্ত করা হবে। এরপর লাশ নেয়া হবে চুয়াডাঙ্গার গাইদঘাটে।