চুয়াডাঙ্গার একটিসহ দুটি অ্যাম্বুলেন্স ও জেআর পরিবহনসহ ট্রাকে ডাকাতি

 

 

 

স্টাফ রিপোর্টার: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী চোখতোলা মাঠ নামক স্থানে গতরাত সাড়ে ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে ডাকাতি করেছে একদল ডাকাত। ডাকাতির শিকার হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একটিসহ দুটি অ্যাম্বুলেন্স, ঢাকা থেকে মেহেরপুরগামী কোচ জেআর পরিবহন ও দুটি ট্রাক। চালক ও আরোহীদের নিকট থেকে নগদ লক্ষাধিক টাকা, মোবাইলফোনসহ মূল্যবান মালামাল ডাকাতি হয়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডাকাতির শিকার একাধিক ব্যক্তি জানিয়েছেন, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চোখতলা মাঠ নামক স্থানে সড়কে গাছ ফেলে বেরিকেড দেয় একদল শসস্ত্র ডাকাত। দুটি ট্রাক, জেআর পরিবহনসহ দুটি অ্যাম্বুলেন্স পড়ে ডাকাতির কবলে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রোগী নিয়ে রাজশাহী যাওয়ার পর ফেরার পথে ডাকাতির কবলে পড়া অ্যাম্বুলেন্স চালক শাকোও ডাকাতির শিকার হয়েছেন। তার নিকট থেকে নগদ ৯ হাজার ৭শ টাকা মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে ডাকাতদল। অপর অ্যাম্বুলেন্সটি ছিলো গাংনীর। এ অ্যাম্বুলেন্সের চালকের নিকট থেকেই নগদ টাকাসহ মোবাইলফোন ছিনিয়ে নেয়া হয়। এক ট্রাক চালক টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে চড় থাপ্পড় মারে ডাকাত। জেআর পরিবহনের যাত্রীদের নিকট থেকে ঠিক কতো টাকা ডাকাতি করেছে তা নিশ্চিত করে জানা গেলেও একটিসূত্র বলেছে, নগদ লাখ টাকার বেশি ডাকাতি করেছে ডাকাতদল। ডাকাতদলের হাতে ছিলো ধারালো ও আগ্নেয়াস্ত্র।