চুয়াডাঙ্গার উজলপুর গ্রামের মসজিদের ইমাম নিয়ে দু পক্ষ মুখোমুখি

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার উজলপুরে মসজিদের ইমামকে নিয়ে দু পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘদিন ধরে। এ দ্বন্দ্বের জের ধরে দু পক্ষ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। বিরাজ করছে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর উত্তরপাড়া জামে মসজিদে আজিজুল ইসলাম ইমাম। তাকে ইমাম রাখা না রাখা নিয়ে মুনছুরের ছেলে নিজাম ও কাশেমের ছেলে লালচাঁদ গঙের সাথে বিরোধ সৃষ্টি হয় এরেং মণ্ডলের ছেলে আসলাম গঙের সাথে। এ নিয়ে উভয়পক্ষ কিছুদিন আগে জড়িয়ে পড়ে সংঘর্ষে। দায়ের করা হয় পাল্টাপাল্টি মামলা। অবশেষে পুলিশের হস্তক্ষেপে ইমাম আজিজুল ইমামতি ছেড়ে দেন। কিন্তু নিজাম গঙ তা মেনে নিতে নারাজ। বিভিন্নভাবে নিজামের প্রতিপক্ষকে হুমকি ধামকিসহ প্রকাশ্য দেশীয় অস্ত্রের মহড়া চালিয়ে যাচ্ছে। বিষয়টি চুয়াডাঙ্গা পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হলে আরও ক্ষিপ্ত হয়ে গতকাল সোমবার দুপুর ২টার দিকে কাশেমের ছেলে শিলন বোমা মেরে হত্যার হুমকি দেয় ইউনুচের ছেলে আমিরুলকে। দু পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেগমপুর ফাঁড়ি পুলিশ। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে পুলিশ থাকে সতর্ক অবস্থানে। বড় ধরনের অঘটন এড়াতে পুলিশ সুপারের হস্থক্ষেপ কামনা করেছে গ্রামবাসী। এদিকে নিজাম ও লালচাঁদ পক্ষ তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছে।