চুয়াডাঙ্গার আড়িয়া গ্রামে চেতনানাশক পানি পান করানো মামলার আসামি জালাল গ্রেফতার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের আড়িয়া গ্রামে কোমলপানীয় টাইগারের পানির সাথে চেতনাশক পানি পান করিয়ে ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে একই গ্রামের জালাল ও সেন্টু। ঘরে ঢুকে সোনার চেন ও টাকা লুট করে নিয়ে যায় তারা। সে মামলার আসামি জালালকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জালালকে থানায় সোপর্দ করা হয়েছে। গত ৮ মার্চ রাত ১০টার দিকে তিতুদহ ইউনিয়নের ৬২ আড়িয়া গ্রামের ঈদগাপাড়ার আবুল হোসেনের স্ত্রী ফেরদৌসি বেগমকে (৪৫) টাইগারের (অ্যানার্জি ড্রিংকস) পানি পান করতে দেয় একই গ্রামের পুটের ছেলে জালাল উদ্দীন ও ফজলুর রহমানের ছেলে সেন্টু। কিছুক্ষণের মধ্যে ফেরদৌসি ঘরে ঘুমিয়ে পড়ে। অভিযোগ ওঠে ফেরদৌসি ঘুমিয়ে পড়লে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে তার গলা থেকে এক ভরি ওজনের একটি সোনার চেন এবং ২৫ হাজার ৭শ টাকা লুট হয়ে যায়। এ ঘটনায় ফেরদৌসি আদালতে মামলা দায়ের করেন। সে মামলার আসামি পুটের ছেলে জালাল উদ্দীনকে (২৫) গতকাল সোমবার রাত ৯টার দিকে তিতুদহ ক্যাম্প পুলিশ বাড়ি পাশ্ববর্তী দোকান থেকে গ্রেফতার করেন। পুলিশি উপস্থিতি টের পেয়ে বাকি আসামিরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত জালালকে রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।