চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া-সরোজগঞ্জ সড়কের বাজদিয়ায় দুর্ঘটনা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

 

স্টাফ রিপোর্টার: জীবননগরের বাজদিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে ৪র্থ শ্রেণির ছাত্র তুহিন। আহত হয়েছে তার চাচাতো ভাই প্রথম শ্রেণির ছাত্র জাজিম। গতকাল সোমবার সন্ধ্যায় আন্দুলবাড়িয়া-সরোজগঞ্জ সড়কের বাজদিয়া গ্রামের হোসেন আলীর বাড়ির নিকট ওই দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র তুহিন বাজদিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। আহত জাজিমের পিতার নাম জমির উদ্দীন। শিশু জাজিমকে সাথে নিয়ে কিশোর তুহিন বাইসাইকেলযোগে গজা কিনতে সড়াবাড়িয়ার উদ্দেশে রওনা হয়। ভুট্টাবহন করা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। আছড়ে পড়ে বাইসাইকেল আরোহী দু চাচাতো ভাই। তুহিনের পায়ের ওপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। জাজিমও পায়ে আঘাতপ্রাপ্ত হয়। দুজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সউদ কবির জন প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পাশাপাশি গুরুতর জখম তুহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। রাতেই তুহিনকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশে নেয়া হয়। রাত ১২টার দিকে ফরিদপুরে পৌঁছে মারা যায় সে। অ্যাম্বুলেন্স ঘুরিয়ে নেয়া হয় চুয়াডাঙ্গার পথে। অপরদিকে ঘাতক ট্রাকটি (ঝিনাইদহ -ট ১১- ০৯৭০) স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। ট্রাকটি আন্দুলবাড়িয়া থেকে ভুট্টাভর্তি করে সরোজগঞ্জের উদ্দেশে যাচ্ছিলো বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।