চুরি ও মাদক বিক্রির অপরাধে কিশোরের কারাদণ্ড

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কিশোর চোর ও মাদক ব্যবসায়ী কিশোর ইয়ামিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। চুরি ও মাছের বাজারে গাঁজা বিক্রির সময় ব্যবসায়ীরা তাকে আটক করেন। পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ওই কারাদণ্ডাদেশ প্রদান করেন।

                জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের ভ্যানচালক কফিল উদ্দীনের ছেলে কিশোর ইয়ামিন (১৩) অল্প বয়সেই বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে। নেশার টাকা জোগাতে বেশ কয়েক বছর আগে থেকেই সে শহরে চুরিদারি শুরু করে। ইদানীং   দোকান ও বাড়িতে চুরি করে বলে অবলীলায় স্বীকার করে সে। প্রতিদিন একটা করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সেবন করে বলে দণ্ডিত ইয়ামিন জানায়। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা মাছ বাজারে ঘুরে ঘুরে অনেকটা প্রকাশ্যে গাঁজা বিক্রি করছিলো কিশোর ইয়ামিন। এ সময় ব্যবসায়ীরা তাকে কৌশলে আটক করে থানা পুলিশকে খবর দেন। পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাক্ষীদের উপস্থিতিতে কিশোর ইয়ামিনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।