চিনিশিল্পকে বাঁচাতে মিলের শ্রমিক-কর্মচারীদের বাধ্যতামূলক আখচাষ করতে হবে

দর্শনায় আখ রোপণ উদ্বোধনকালে করপোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন

দর্শনা অফিস: ২০১৮-১৯ আখ মাড়াইয়ের রোপণ মরসুম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর নিজস্ব জমিতে বীজতলা উদ্বোধনের মধ্যদিয়ে এ রোপণ মরসুমের শুভ সুচনা করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দর্শনার ছডাঙ্গার মাঠের তৈয়ব আলীর জমিতে বীজতলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী চিনিশিল্পের প্রতি আন্তরিক। সর্বদা খেয়াল রাখছেন এ শিল্পের দিকে। রিতিমত খোঁজ-খবর নেন আখচাষিদের। চাষিদের দিকে খেয়াল করেই ইতোমধ্যে সরকার আখের মূল্য বাড়িয়েছে। আবারো আখের মূল্য বাড়ানোর প্রক্রিয়া চলছে। শিল্প বান্ধব এ সরকার চিনি শিল্পের উন্নয়নের লক্ষ নানামুখি কর্মসূচি গ্রহন করেছে, তখন আপনারা কেন সরকারের এ উদ্দ্যোগে নিজেকে সামিল করবেননা ? সে ক্ষেত্রে বেশী বেশী আখচাষ করে সরকারের উদ্দ্যোগকে আরো এগিয়ে নিন। শুধুচাষি ভাইয়েরাই আখ চাষ করলে হবেনা। আখচাষ করতে হবে, মিলের শ্রমিক-কর্মচারিদের। মনে রাখবেন, মিলের কোন শ্রমিক-কর্মচারী নিজের জমি থাকতেও যদি আখচাষ না করে, তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একেএম দেলোয়ার হোসেন মিলের ইক্ষু বিভাগের কর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আখচাষিরা যদি সরকারের সুযোগ-সুবিধা থেকে কোনো প্রকার বঞ্চিত হয়, তবে রেহাই পাবেন না। কঠোর ব্যবস্থা নিতে কিঞ্চিত পিছুপা হবো না। কোনো সুপারিশেই পার পাবেন না। তাই আখচাষিদের সুবিধা নিশ্চিত করে তাদের সেবা দিতে হবে। অনুষ্ঠানে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ আলী আখচাষিদের উদ্দ্যোশে পরামর্শমূলক বক্তব্য দেন। কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসভাপতি ফারুক আহমেদ, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, আখচাষি রহম আলী, আমির হোসেন, আমজাদ হোসেন, সাংবাদিক আফজাজুল হক ধীরু, হুমায়ুন কবির প্রমুখ।