চা খাইয়ে সাড়ে ২৩ হাজার টাকা নিয়ে চম্পট প্রতারক

চুয়াডাঙ্গা সরোজগঞ্জে পাট বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার দুই কৃষক

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে প্রতারণা শিকার হয়েছেন মাখালডাঙ্গার দুই কৃষক। গতকাল সোমবার সকালে তারা সরোজগঞ্জ বাজারে পাট বিক্রি করে চা খেতে গিয়ে সাড়ে ২৩ হাজার টাকা খুয়ায়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরে মাখালডাঙ্গা গ্রামের জালাল উদ্দিনের ছেলে জালাল ও বশির ম-লের ছেলে হানেফ ম-ল সরোজগঞ্জ বাজারে পাট বিক্রি করতে আসেন। তারা দুজন বাজারের ব্যবসায়ী কুদ্দুস আলীর নিকট পাটি বিক্রি করেন। কুদ্দুস আলী তাদের দুজনকে ২০ মন ১০ কেজি পাটের সাড়ের ২৩ হাজার টাকার রশিদ দেন। টাকার রশিদ নিয়ে পার্শ্ব¦বর্তী একটি চায়েল দোকানে যান জয়নাল ও হানেফ। সেখানে তাদের দুজনকে চা খাওয়ায় একজন। সুযোগে প্রতারকটি হানেফের কাছ থেকে পাট বিক্রি করা টাকার রশিদ হাতিয়ে নিয়ে সটকে পড়ে। পরে জয়নাল টাকা আনতে গেলে কুদ্দুস জানায় টাকা তো নিয়ে গেছে। কে নিলো এ প্রশ্নের জবাবে কুদ্দুস বলেন, তোমাদের সাথে বসে যে চা খেলো সে এসে নিয়ে গেছে। ততোক্ষণে বোঝা যায়। চা খাওয়ায়ে প্রতারণা করে টাকার রশিদ নিয়ে টাকা তুলে সটকে পড়েছে প্রতারক। কুদ্দুস জানান, এক সাথে চা খাওয়ার পর এসে ওই ব্যক্তি টাকা নিয়ে গেলো। পরে কুদ্দুস পূনরায় জয়নালকে সাড়ে ১১হাজার টাকা দিয়ে মিমাংসা করেন।