চাঁদাবাজির অভিযোগ তুলে চুয়াডাঙ্গা ভুলটিয়ার কলেজছাত্র সাগরকে মারধর

 স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গা ভুলটিয়ার কলেজছাত্র সাগরের বিরুদ্ধে মোবাইলফোনে চাঁদাবাজির অভিযোগ তুলে চ্যালাকাঠ দিয়ে পিটিয়ে জখম করেছে একই গ্রামের শহিদুল ও তাদের লোকজন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে নইয়মাইল বাজারে এ ঘটনা ঘটে। আহত সাগরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে কলেজছাত্র সাগর (১৯) একটি এনজিওতে চাকরি করেন। তার বিরুদ্ধে গ্রামেরই শহিদুল ইসলাম চাঁদাবাজির অভিযোগ তোলেন। গতকাল সোমবার নইয়মাইল বাজার একা পেয়ে শহিদুল তার দু ভাই আকিদুল ইসলাম ও এনামুল হক কাঠের চ্যালা দিয়ে বেধড়ক মারধর করেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে সাগর বলেছেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মারধর করা হয়েছে। আমি কারো কাছে মোবাইলফোনে টাকা-পয়সা চায়নি। কে বা কারা তার কাছে মোবাইলফোনে চাঁদা দাবি করেছে। আমাকে সন্দহে করা হচ্ছে।