চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে আজ হরতাল ডেকেছে বিএনপি

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশের প্রতিক্রিয়ায় আজ বুধবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর নসিমন ভবনের সামনে সমাবেশ থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন হরতালের এ কর্মসূচি ঘোষণা দেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলায় হরতাল পালন করবে বিএনপি।

এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় রায়কে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীসহ রাঙ্গুনীয়া, পটিকছড়ি ও সীতাকুণ্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি। সকালে সাকার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে তার সমর্থকরা। এ সময় পুলিশ একজনকে আটক করেছে। এদিকে মানবতাবিরোধী অপরাধে আটক বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশের প্রতিবাদে রাঙামাটি জেলায় আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জানান, সরকার মানবতবিরোধী অপরাধের বিচারের নামে নাটক করছে। বিরোধীদলকে নিচিহৃ করার পাঁয়তারা চালাচ্ছে। সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দেয়া রায় আমরা মানি না। অনতিবিলম্বে রায় বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি জানান, রায় বাতিলের দাবিতে আজ বুধবার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।