ঘুষ বৈধ দাবি করায় অর্থমন্ত্রীর বহিষ্কার দাবি

 

স্টাফ রিপোর্টার: এবার ঘুষকে বৈধ ঘোষণা দেয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি করেছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে আলেমগণ বলেন, যে ঘুষকে দুনিয়ার কোনো কাফের-বেইমানরাও বৈধ বলার দুঃসাহস দেখাইনি! সেখানে কিসের লোভে আবুল মাল আবুল মুহিত একজন মুসলিম হওয়ার পরও কাণ্ডজ্ঞানহীনভাবে ইসলাম বিদ্বেষী উক্তি করেছেন তা আমরা বুঝতে পারছি না। ইতঃপূর্বেও তিনি ইসলামি দল ও ইসলামি ব্যক্তিত্বদের নিয়ে রাবিশ উক্তি করে বাতিলের পক্ষ নিয়েছিলেন। বিবৃতিতে অবিলম্বে নব্য মুরতাদ আবুল মাল আবুল মুহিতকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করে তাকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার দাবি জানান। বিবৃতিতে শাইখ মাওলানা আবদুল মোমিন, রাবেতা আলম আল-ইসলামীর স্থায়ী সদস্য ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপিত মাওলানা মুহিউদ্দীন খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, খেলাফত মজলিশের আমির মাওলানা মোহাম্মাদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা আব্দুল লতিফ নেজামী, হাফেজ্জে হুজুরের সাহেবজাদা হাফেজ মাওলানা আতাউল্লাহ, অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মহিউদ্দীন রব্বানী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা ঈসা শাহেদীসহ শতাধিক শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম স্বাক্ষর করেন।