গ্রেফতার আতঙ্কে আলমডাঙ্গার বিএনপি-জামায়াত নেতাকর্মী

আলমডাঙ্গা ব্যুরো: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলায় ৫ বছরের কারাদণ্ডাদেশের রায় ঘোষণার পর আলমডাঙ্গা উপজেলায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ ৩ নেতা অর্থাৎ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মজিবর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আনিছুর রহমান ও আজিজুর রহমান পিন্টুকে আটকের পর থেকে গ্রেফতার ভয় রীতিমত আতঙ্কে পরিণত হয়েছে। এছাড়া গত ৫ ও ৬ ফেব্রুয়ারি থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন বিএনপি ও জামায়াত কর্মীকে আটক করেছে। গত বৃহস্পতিবার রায় ঘোষণার পর বিএনপি, যুবদল ও ছাত্রদলের পদস্থ কোনো নেতাই নিজ বাড়িতে অবস্থান করছেন না বলে জানা গেছে।

তাছাড়া নাশকতার আশঙ্কায় পুলিশের বিশেষ অভিযান টিম উপজেলার সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে। এমনকি বিজিবির গাড়িকেও শহরে টহল দিতে দেখা যাচ্ছে। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী গত বৃহস্পতিবার সকাল থেকেই সতর্ক অবস্থায় রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানে টহল জোরদার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ররেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।