গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক করে ছেড়ে দেয়ার অভিযোগ জীবননগর থানার এসআই আবুল কালামকে পুলিশ লাইনে প্রত্যাহার

আন্দুলবাড়িয়া প্রতিনিধি/জীবননগর ব্যুরো: গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক করে ছেড়ে দেয়ার অভিযোগে জীবননগর থানার এসআই আবুল কালামকে পুলিশ লাইনে প্রত্যহার করা হয়েছে। এসআই কালামের বিরুদ্ধে আসামি আটকের পর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত শেখ মিজানুর রহমানের ছেলে হাফিজুর রহমানের ১ম স্ত্রী দু সন্তানের জননী  শারমিন আক্তার রনি যশোর আমলি আদালতে বাদী হয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ তুলে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ পরোয়ানা হাতে পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব খানের নির্দেশে গত বৃহস্পতিবার দুপুরে এসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে অভিযান চালান। এ সময় পলাতক আসামি হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ওই পুলিশ কর্মকর্তা তাকে ছেড়ে দেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগ পেয়ে পুলিশ সুপার আব্দুর রহিম শাহর নির্দেশে অভিযুক্ত এসআই আবুল কালামকে জীবননগর থানা থেকে রাতেই পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।