গাজায় বর্বরতার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাংলাদেশ শিক্ষক সমিতির মানববন্ধন কর্মসূচি পালিত

 

স্টাফ রিপোর্টার: গাজায় নির্বিচারে নারী ও শিশু হত্যা,আগ্রাসন ও বর্বরতার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাংলাদেশ শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকালমঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয় শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সমন্বয়কারী শেখ সেলিম, সদর উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ, দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান ওশিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ।

গতকাল মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শেখ সেলিম ও প্রেসক্লাবের সভাপতি মহাতাব উদ্দিন, জেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, সম্পাদক রশিদুল ইসলাম, সদর শাখার সভাপতি নুর মোহাম্মদ, শিক্ষক নেতা মজিবুর হক, মনিরুজ্জামান মিঠু, আবু সালেহ, মোহাম্মদ আলী জিন্নাহ, আনোয়ার হোসেন, শাহিদুল ইসলাম, মোহাম্মদ আবু হানিফ, মাহেজাবিন, ফারজানা বেগম, ওসমান গণি, নুরুল ইসলাম, নাজমুল ইসলাম, হাবিবুর রহমান, শাহিদুল, প্রভাষক আকতার হোসেন, সাইদুর রহমান। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সি.এইচ আয় মাধ্যমিকের প্রধান শিক্ষক হাফিজুল হক গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেব আহমেদ, নাসরীন সুলতানা, আব্বাস উদ্দিন, আনারুল ইসলাম, আবুবক্কর সিদ্দিক, ইমদাদুল হক, মিরাজুল ইসলাম, মুনসুর আলী, জাহাঙ্গীর আলম, সাবিনা ইয়াসমিন, শরিফুল ইসলাম, সাবিনা আফরোজ, নাসরিন সুলতানা, আব্দুল ওয়াহেদ, মোহম্মদ সাইফুল্লাহ, শরিফুল ইসলাম, আবাদুল কাদের, আবু তাহের, রওশন আক্তার, রুহিনী আক্তার, উম্মে হাবিবা, মমতাঝ খাতুন, নাসির উদ্দিন, মনিরুল ইসলাম, আসাদুল হক, আজমল হোসেন, আব্দুর সামাদ, নাজমুল সাদ্দাত, সাজেদুল রহমান, আব্দুল আজিজ, খায়রুল ইসলাম, শফিকুল ইসলাম, হারুন আর রশিদ, আমিনুল ইসলাম, আব্দুল মান্নান, আশরাফ আলী, ফাতরুখ জামান, বাহার আলী, ইজাম উদ্দিন,রুহুল আমিন, জসিমুল করিম, মাও. আল আফয়া, হযরত আলী, মাসুদরানা, আবুল হাশেম, শফিকুল ইসলাম, আসাদুর জামান, লুৎফর রহমান, বিপুল কুমার প্রমুখ।