গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে আলমডাঙ্গা ও মেহেরপুরে মানববন্ধন

 

ভ্রাম্যমা প্রতিনিধি:ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে আলমডাঙ্গায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি গতকাল শুক্রবার বাদ জুম্মা আলমডাঙ্গা দারুস সালাম মসজিদ থেকে হাইরোড হয়ে হাফিজ মোড়ে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওলামা মাশায়েখ পরিষদের আহ্বায়ক হাইরোড জামে মসজিদের খতিব মাও. জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির নুর মোহাম্মদ হুসাইন টিপু। বক্তব্য রাখেন শিবিরের ভারপ্রাপ্ত জেলা সভাপতি শরিফুল ইসলাম, নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম, মাও. বিল্লাল হোসাইন, মাও. আব্দুল কুদ্দুস, মাও. সমিরুল ইসলাম, মাও. শওকত আলী, কালিদাশপুর জামে মসজিদ খতিব শেখ রবিউল ইসলাম, জামজামি বাজার মসজিদ খতিব মাও. আব্দুল কাদের, শিবির নেতা মামুন রেজা, আমানুদ্দিন, আশরাফুল আলম, সাকিবুর রহমান, জহুরুল ইসলাম, হারুনার রশীদ, মানোয়ার হোসেন, আমজাদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে গণহত্যা বন্ধ ও মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিবাদ করার আহ্বান জানান।

মেহেরপুর অফিস জানিয়েছে,গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে মেহেরপুরে প্রতিবাদী মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদী নাগরিক সমাজের ব্যানারে ওই মানববন্ধন করা হয়।

সংগঠনের আহ্বায়ক নিশান সাবেরের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সমাজ’র সাধারণ সম্পাদক শামিম জাহাঙ্গীর সেন্টু, বায়তুল ফালা মসজিদের ইমাম মাও. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। শিশুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা ফিলিস্তিনির নিরীহ মানুষের ওপর ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানান।