গাইড বই না কেনায় বিদ্যালয়ে কয়েক শিক্ষার্থীদের মারপিট

চুয়াডাঙ্গা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লোটনের বিরুদ্ধে অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: গাইড বই না কেনায় চুয়াডাঙ্গা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থীকে শুধু শারীরিকভাবে নির্যাতনই করা হয়নি, বই কিনতে আর্থিক অসঙ্গতির কথা জানাতে গেলে অভিভাবকদেরও লাঞ্ছিত করা হয়েছে। এ মর্মে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে অভিযুক্ত শিক্ষক ফজলুল হক লোটনের স্বেচ্ছাচারিতার বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

চুয়াডাঙ্গা হকপাড়ার জাহিদুল ইসলামের স্ত্রী নাজমা, মফিজ উদ্দীনের স্ত্রী মমতাজ ও সেকেন্দার শেখের ছেলে জয়নাল লিখিত অভিযোগে বলেছেন, আমাদের ছেলেরা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। সম্প্রতি ছাত্রদের গাইড বই কিনে বিদ্যালয়ে আসার জন্য বলেন লোটন স্যার। গাইড বই কেনার মতো আর্থিক সামর্থ না থাকায় আমাদের ছেলেরা তা কিনতে পারবে না বলে জানালে শিক্ষক ক্ষুব্ধ হয়ে শারীরিকভাবে নির্যাতন করেন। বিষয়টি জানার পর মঙ্গলবার লোটন স্যারের নিকট গিয়ে গাইড বই কিনতে না পারার বিষয়ে জানাতে গেলে তিনি অকথ্য ভাষায় কথা বলে আমাদের বের করে দেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।