গাংনী বাজার ও আমতৈল থেকে তিনটি বোমা উদ্ধার

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী শহরের আমিন মিষ্টান্ন ভাণ্ডার থেকে ২টি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতরাত সাড়ে ৯টার দিকে গাংনী থানা পুলিশ বোমা ২টি উদ্ধার করে তা নিষ্ক্রীয় করে। অপরদিকে গতকাল সকালে আমতৈল গ্রাম থেকে একটি বোমা উদ্ধার করে হেমায়েতপুর পুলিশ ক্যাম্প।

গাংনী থানার এসআই আমির হোসেন চৌধুরী জানান, আমিন মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি তৈরি ঘরে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা ২টি দেখে মালিক পুলিশে খবর দেয়। পরে তা উদ্ধার করে পানি-বালি ভর্তি পাত্রে নিয়ে থানায় রাখা হয়েছে। চাঁদার দাবিতে বোমাগুলো রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে আমিন মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী রাশিদুল ইসলাম পুলিশের কাছে জানিয়েছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। তাহলে তাকে কেউ ফাঁসাতে বোমা রেখেছে কি-না তা যাচাই করা হচ্ছে বলে জানান এসআই আমির হোসেন চৌধুরী। তবে বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে গতকাল সকালে আমতৈল গ্রামের মুনছার আলীর বাড়ির পার্শ্ববর্তী কেরাম বোর্ড খেলা ঘরের মাচানের নিচে একটি বোমা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে হেমায়েতপুর পুলিশ ক্যাম্প বোমাটি উদ্ধার করে। আতঙ্ক সৃষ্টি অথবা চাঁদা দাবিতে বোমাটি রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।