গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীকে অপসারণে মন্ত্রণালয়ের নির্দেশ

 

গাংনী প্রতিনিধি:মেহেরপুরের গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীকে দায়িত্ব থেকে অপসারণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে অনিয়মের অভিযোগে এ নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরিত মন্ত্রণালয়ের এক ফ্যাক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, গাংনী পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালনায় মেয়রের বিরুদ্ধে অনিয়মের বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়। এরই প্রেক্ষিতে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-২ শাখার সিনিয়র সহকারী সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় তার দায়িত্ব থেকে অপসারণের নির্দেশনা দেয়া হয়।

তবে বিষয়টি ষড়যন্ত্রমূলক উল্লেখ করে মেয়র আহম্মেদ আলী বলেন, নিয়মের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেছেন। এতে অনিয়মের কোনো কারণ নেই। তাই বিষয়টির প্রতিকারের লক্ষ্যে আইনি লড়াই করা হবে।