গাংনীর সেকেন্দার হত্যা মামলায় জুব্বারের মৃত্যুদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের কৃষক সেকেন্দার আলী হত্যা মামলার প্রধান আসামি জুব্বার আলীকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টিএম মুসা ওই হত্যা মামলার রায় ঘোষণা করেন। টেলিভিশন চুরির ঘটনায় বিরোধের জের ধরে ২০০৩ সালের ৬ জুলাই সন্ধ্যায় গ্রামের সড়কে সেকেন্দার আলীকে পিটিয়ে হত্যা করেছিলেন জুব্বার আলী। ঘটনার পর থেকেই জুব্বার আলী পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, নিহত সেকেন্দার আলীর স্ত্রী ফিরোজা খাতুন বাদি হয়ে জুব্বার আলীকে প্রধান আসামি করে মোট ১৮ জনের নামে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গাংনী থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) রুহুল ঈমাম ওই মামলার তদন্ত শেষে ওই বছরের ৩১ ডিসেম্বর তিনি আদালতে ১৮ আসামির নামে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত সাক্ষ্য গ্রহণ শেষে দ-বিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রধান আসামি জুব্বার আলীকে মৃত্যুদ-াদেশ দেন আদালত। ওই মামলার একজন আসামি কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন। বাকি ১৬ জনকে খালাস দেন আদালত। রায় ঘোষণাকালে খালাসপ্রাপ্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌসুলী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী শহিদুল হক বলেন, হত্যাকা-ের অভিযোগ প্রমাণিত হয়েছে। অপরদিকে আসামি পক্ষের কৌসুলী অ্যাড. একেএম শফিকুল আলম বলেন, আমি খালাসপ্রাপ্ত ১৬ জনের আইনজীবি ছিলাম। জুব্বারের আইনজীবী ছিলাম না। সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।