গাংনীর শালদহে শিক্ষকের বাড়িতে পটকা নিক্ষেপ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার শালদহ গ্রামের মিনারুল ইসলাম নামের এক শিক্ষকের বাড়িতে পটক নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘরের জানালার সাথে পটকাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে বোমাতংক ছড়িয়ে পড়ে। গতরাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। মিনারুল ইসলাম শালদহ এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয়সূত্রে জানা গেছে, ঘটনার সময় মিনারুল ইসলামের পরিবারের লোকজন ঘরে ছিলেন। ঘরের পেছন দিক থেকে অজ্ঞাত দুর্বৃত্ত একটি পটকা নিক্ষেপ করে পালিয়ে যায়। বিকট শব্দে তা বিস্ফোরিত হলে আশপাশের মানুষের মাঝে ভীতি সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘরের জানালার সাথে পটকাটি বিস্ফোরিত হয়েছে। সেখান থেকে পটকার উপকরণ কাগজ জব্দ করেছে পুলিশ। বোমাতংক ছড়িয়ে পড়লেও এটি বোমা নয় বলে নিশ্চিত করেছেন তিনি। মিনারুল ইসলাম পুলিশকে বলেন, আমার সাথে কারো কোন শত্রুতা কিংবা বিরোধ নেই। কোন প্রকাশ্য শত্রুও নেই। তাছাড়া কেউ চাঁদা দাবি কিংবা মোবাইলে হুমকিও দেয়নি। তাই কী কারণে পটকা নিক্ষেপ হতে পারে তা নিশ্চিত হতে পারছেন না তিনি। গাংনী থানার ওসি বলেন, পটকা বিস্ফোরণ ঘটিয়ে কেউ হয়তো আতংক সৃষ্টি করতে চাচ্ছে। তদন্ত শেষ হলেই বেরিয়ে আসবে এর আসল রহস্য।