গাংনীর রংমহল গ্রামে দুই পুরিয়া হেরোইনসহ শিশু আটক

 

গাংনী প্রতিনিধি: শিশু তানজিলুর জানতো না কাগজের মধ্যে কী আছে। রংমহল বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছুতেই বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিলো। ব্যাগ থেকে বের করলো দুই পুরিয়া হেরোইন। শেষ পর্যন্ত তাকে হেরোইনসহ মামলা দিয়ে সোপর্দ করলো গাংনী থানায়। অবুঝ এ শিশুটি হেরোইন সম্পর্কে না জানলেও সমস্ত দায় তার ঘাড়েই চাপালেন বিজিবি সদস্যরা। পরিবার ও এলাকাবাসী এমনটি জানিয়ে শিশুটির নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলার রংমহল বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। তানজিলুর রহমান রংমহল গ্রামের দিন মজুর শওকত আলীর ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

বিজিবি রংমহল ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল কুদ্দুস জানিয়েছেন ক্যাম্পের সামনে থেকে তানজিলুরকে আটক করা হয়। তার ব্যাগ থেকে দুই পুরিয়া হেরোইন উদ্ধার করে মামলাসহ থানায় সোপর্দ করা হয়েছে।  তানজিলুর ঘটনার সময় বারবার বিজিবিকে বলেছে বোনের বাড়ি যাওয়ার সময় গ্রাম থেকে মামা আজিজ শেখের ছেলে জোকার আলী দুটি কাগজের টুকরো দেয়। ধলার মোড় থেকে এক ব্যক্তি নিয়ে নেবে বলে জানায়। কিন্তু বিজিবি কোনো কথা না শুনেই থানায় নিয়ে এসেছে। এখন থানায় হাউমাউ করে কাঁদছে তানজিলুর রহমান। তানজিলুরের পিতা এমন বর্ণনা দিয়ে তিনিও কান্নায় ভেঙ্গে পড়েন। এদিকে ঘটনা জানাজানি পরে বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় ওঠে। শিশুটির কাছে হেরোইন প্রদানকারী ব্যবসায়ীর নাম-ঠিকানা সম্পর্কে নিশ্চিত হয়েও বিজিবি তাদের নামে মামলা না করায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাতে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম ৩২ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ককে বিষয়টি অবহিত করেন। এর প্রেক্ষিতে নায়েক সুবেদার রাতে জোকার আলী ও তার সঙ্গীয় রকিকে তানজিলুরের সাথে মামলায় অর্ন্তভুক্ত করেন।