গাংনীর ভোমরদহে প্রবাসী তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি : দুটি বোমা নিক্ষেপ

 

গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের প্রবাসী তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছে। গত রাত পৌনে ১টার দিকে একদল অস্ত্রধারী ডাকাত হানা দিয়ে নগদ টাকা ও সোনার গয়নাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় ডাকাতদলের সদস্যরা।

স্থানীয়সূত্রে জানা গেছে, ভোমরদহ গ্রামের মাঠপাড়ার এলেম উদ্দীনের বাড়িতে ১০/১২ জন কালো পোশাকধারী ডাকাত হানা দেয়। অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে লুটপাট শুরু করে। এলেম উদ্দীনের ছেলে প্রবাসী মতিয়ার রহমান, জিল্লুর রহমান ও সামসুল ইসলামের ঘর থেকে নগদ পাঁচ হাজার টাকা, সোনার গয়না ও মালামাল লুটে নেয়। আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা স্থানে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় প্রতিবেশী শিক্ষক রেজাউল ইসলাম ও ইউপি সদস্য দাউদ হোসেন বন্দুকের (লাইসেন্সকৃত) ফাঁকা গুলিবর্ষণ করেন। এতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা। গ্রামের লোকজন জড়ো হয়ে ডাকাতদলের সদস্যদের পিছু নেয়। স্থান ত্যাগ করার সময় আরো একটি বোমার বিস্ফোরণ ঘটায় ডাকাতদলের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাংনী থানা পুলিশ। গাংনী থানার এসআই আমির হোসেন জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশপাশে অভিযান চলছে।