গাংনীর ভাটপাড়ায় বৃদ্ধকে মারপিট

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের নজরুল ইসলাম (৭৮) নামের এক বৃদ্ধকে বেধড়ক মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল শুক্রবার সকালে বাড়ি থেকে মাঠে যাচ্ছিলেন নজরুল ইসলাম। এ সময় একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জামাল হোসেন তাকে মারধর করে। বেধড়ক মারপিটের কারণে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় আহতের পরিবার। পুলিশ অবশ্য ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে আরও জানা গেছে, ভাটপাড়া গ্রামের সাবেক ইউপি মেম্বার আলী আজগরের কাছের লোক হিসেবে পরিচিত জামাল হোসেন। সম্প্রতি আলী আজগরের ওপর বোমা হামলার অভিযোগ তুলে নজরুল ইসলামের ছেলেসহ কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করেন তিনি। মামলার আসামিরা নিরপরাধ দাবি করে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন। মামলার কারণে তারা বেশ কিছুদিন ধরেই বাড়িঘর ছাড়া। তাদের শায়েস্তা করতে ব্যর্থ হয়ে পরিবারের উপর বিভিন্ন ভাবে নির্যাতন করছে আলী আজগরের লোকজন। এর জের ধরে নজরুল ইসলামের ওপর হামলা করা হয়েছি বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় প্রশাসনের সংশিষ্ট্র কর্তকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন তারা।