গাংনীর বামন্দীতে জালটাকাসহ দুজন আটক

স্টাফ রিপোর্টার: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী বাজার থেকে জালটাকাসহ রিপন হোসেন (২৫) ও ফিরোজ হোসেন (২৪) নামে দুজনকে আটক করেছে ডিবি। গতকাল মঙ্গলবার বিকেলে তাদের গ্রেফতার করে ২৩টি এক হাজার জালটাকা উদ্ধার করা হয়। রিপন হোসেন গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আক্কাছ আলীর এবং ফিরোজ হোসেন ছাতিয়ান গ্রামের রাহাতুল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই বাবুল আক্তার ও এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। রিপন ও ফিরোজকে ধরার পর তাদের ব্যবহৃত মোটরসাইকেল থেকে জালনোটগুলো উদ্ধার করা হয়। আটক হওয়া দুজন জালনোট তৈরি সিন্ডিকেটের অন্যতম সদস্য এবং তাদের বিরুদ্ধে আরও বেশ কিছু অপকর্মের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারীরা। এদিকে এলাকার বিভিন্ন সূত্রে জানা গেছে, বাবুল ও রিপন এলাকায় নানা কারণেই সমালোচিত। তাদের বিরুদ্ধে মানুষ হয়রানির বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। বিশেষ একটি পরিচয়ে তারা অর্থবাণিজ্যের পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করেছেন এমন লোকের সংখ্যাও কম নয়। তাদের আটকে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।