গাংনীর বাওটে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

 

গাংনী প্রতিনিধি: দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাণ গেলো হানিফ হোসেন (৩৮) নামের এক ছাগল ব্যবসায়ীর। গতকাল রোববার দুপুরে মেহেরপুর গাংনী উপজেলার বাওট-শুকুরকান্দি মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শোকের ছায়া বিরাজ করছে নিহতের গ্রামে। ছাগলব্যবসায়ী হানিফ হোসেন আকুবপুর গ্রামের দিদার হোসেনের ছেলে।

জানা গেছে, বামন্দী থেকে চারটি ছাগল নিয়ে বাড়ির ফিরছিলেন হানিফ হোসেন। পাখিভ্যানযোগে ঘটনাস্থলে পৌঁছুলে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী দ্রুত গতির বাস (কুষ্টিয়া-ব-১৫৭) ধাক্কা দেয়। এতে দুই পা ও শরীরে মারাত্মক জখমপ্রাপ্ত হন হানিফ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের অদূরবর্তী স্থানে পৌঁছুলে মৃত্যুর কোলে ঢলে পড়ে হানিফ। দুর্ঘটনায় হানিফের দুটি ছাগলের মৃত্যু হয়। পাখিভ্যানচালক সামান্য আহত হলেও দুমড়ে-মুচড়ে যায় ভ্যানটি। এদিকে দুর্ঘটনার পর বাস ফেলে পালিয়ে যায় চালক। পরে অবশ্য পুলিশের সহযোগিতায় বাসটি হেফাজতে নেন মালিক। এ ঘটনায় নিহতের পরিবার কোনো মামলা কিংবা অভিযোগ করতে চাইছে না বলে জানান গাংনী থানার ওসি আনোয়ার হোসেন। গতরাতেই নিহতের দাফন সম্পন্ন হয়েছে।