গাংনীর ধলা থেকে গাঁজাসহ মাদকব্যবসায়ী হেলাল গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: এক কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী হেলাল উদ্দীনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের সড়ক থেকে তাকে গ্রেফতার করেন ধলা পুলিশ ক্যাম্পের সদস্যরা। সে গাড়াবাড়ীয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। ধলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রামকৃষ্ণপুর ধলা গ্রামের সড়কে ভোর থেকেই অবস্থান করছিলেন। এ সময় হেলাল উদ্দীন ও সঙ্গীয় মাদকব্যবসায়ী রামকৃষ্ণপুর গ্রামের সইফতুল্লাহর ছেলে কাশেম আলী (৪০) ভারত থেকে গাঁজা নিয়ে ওই গ্রামের দিকে আসছিলো। পুলিশ সদস্যরা তাদের ধরার চেষ্টা করলে কাশেম পালিয়ে যায়। এক কেজি গাঁজাসহ ধরা পড়ে হেলার উদ্দীন। হেলাল ও কাশেমের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দায়ের করা হয়। গতকালই ওই মামলায় হেলাল উদ্দীনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এএসআই সাইদুর রহমান।