গাংনীর তেরাইলে জুয়োর আসরে পুলিশের হানা : দুই জুয়াড়ি গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: জুয়োর আসরে হানা দিয়ে দু জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। অপর দুজন পালিয়ে গেলেও তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। গতরাত সাড়ে এগারটার দিকে মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল গ্রামের মাহতাব আলীর বাড়িতে ওই অভিযান চালায় গাংনী থানা পুলিশের একটি অভিযান দল। গ্রেফতারকৃতরা হচ্ছে- তেরাইল গ্রামের মুরাদ আলীর ছেলে মাহাতাব আলী (৫০) ও জমশেদ আলীর ছেলে খোকন হোসেন (৩৫)।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই আব্দুল জলিল ও ইকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি অভিযান দল তেরাইল গ্রামের মাহতাব আলীর বাড়িতে অভিযান চালায়। জুয়ো খেলা অবস্থায় ওই দুজনকে গ্রেফতার করা হয়। তাদের নামে মামলাসহ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

এসআই আব্দুল জলিল জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে খেলার সরঞ্জাম ও শরীরের পোশাক ফেলে মিলন ও দাউদ নামের দুজন পালিয়ে যায়। মাহতাব ও খোকনকে ধরা হয়।