গাংনীর তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যানসহ দুজন জেলহাজতে

মেহেরপুর অফিস: সালিশের নামে গৃহবধূ নির্যাতনের মামলায় মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ দুজনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে তারা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছানাউল্লাহর আদালতে হাজির হলে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক। এ নিয়ে এ মামলায় ১০ জনকে জেলহাজতে প্রেরণ করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি অ্যাড. মারুফ আহম্মেদ বিজন।
গেল ২ জুলাই কথিত পরকীয়ার অভিযোগে স্থানীয় মাতব্বররা এক প্রবাসীর স্ত্রী এবং স্থানীয় এক যুবককে বিয়ে পড়িয়ে দেন। শুধু তাই নয়, তাদের একসাথে দড়ি দিয়ে বেঁধে ঘোরানো হয় গ্রামের রাস্তায়। ঘটনার পর ওই গৃহবধূ এবং তার দেবরের সাথে বিয়ে হওয়া তার আপন বোনকে বাড়ি থেকে বের করে দেয় শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় ১৭ জনকে আসামী করে গাংনী থানায় মামলা করেন নির্যাতিত গৃহবধূর বাবা। মামলার পরই ১৮ জুলাইয়ের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ দেয় আদালত। নির্ধাতির সময়ের মধ্যেই ২৭ জনকে আসামী করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। ১৮ জুলাই আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।